আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। গাজীপুরের ৩৩টি কেন্দ্রে পরীক্ষায় ৩০ হাজার ১৩৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবারের চেয়ে এবার দুই সহস্রাধিক বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মামুনুল করিম জানান, এবার ৩৩টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক, ৬টি কেন্দ্রে আলিম এবং ৬টি কেন্দ্রে কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় এবার গাজীপুরে মোট পরীক্ষার্থী সংখ্যা হলো ৩০ হাজার ১৩৪জন। তাদের মধ্যে এইচএসসিতে ২৪ হাজার ৫৩৫, আলিমে ২ হাজার ৯৩৮ জন এবং কারিগরিতে ২ হাজার ৬৬১জন পরীক্ষার্থী রয়েছেন। গতবছর গাজীপুরে মোট পরীক্ষার্থী ছিলো ২৭ হাজার ৯৪০ জন। এবার ২হাজার ১৯৪ জন বেশি শিক্ষার্থী উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আর মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট।
পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে প্রয়োজনী পুলিশ, ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকছেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দভাবে সম্পন্ন করতে সব সহযোগিতা করবে স্থানীয় প্রশাসন।