সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ বেশ কয়েক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছে ৩৫ প্রত্যাশীরা।
শনিবার (১০ জুন) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার কর্মসূচি পালন করে।
পরে আন্দোলনকারীরা কর্মসূচি স্থল থেকে একটি পদযাত্রা বের করে শাহবাগ থানা হয়ে চারুকলা ইনস্টিটিউট ঘুরে শাহবাগে মোড় অবরোধ করে। এ সময় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে তারা বাধা অতিক্রম করে রাস্তায় বসে পড়ে।
শাহবাগ সড়কের দুপাশে আন্দেলনকারীরা বসে পড়াতে দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনগুলো ছেড়ে দেন এবং বাকি যানবাহনগুলো ও জনসাধারণের চলাচল আটকে দেয়।
পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অবরোধের এক পর্যায়ে দায়িত্বরত এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের রিকশা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত হয়ে যান আন্দোলনকারীরা।
এ সময় পুলিশের পক্ষ থেকে মাইকে স্থান ত্যাগ করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে চাইলে তারা সেটিও না মেনে শাহবাগ সড়ক অবরোধ করে রাখেন। এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ করবেন না।
তাদের দাবিগুলো হলো— চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।