দেশের ৪৬টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের পদায়ন দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, আলাদা দুইটি প্রজ্ঞাপনে মোট ৪৭টি কলেজে উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা। এদের মধ্যে ৪৬টি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। আর ফেনীর ছাগলনাইয়া কলেজের উপাধ্যক্ষ (ইনসিটু) অধ্যাপক মো. খলিলুর রহমানকে পদোন্নতিজনিত কারণে নতুন করে পদায়ন দেয়া হয়েছে।
উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের ২৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
দৈনিকশিক্ষাডটকমের পাঠকদের জন্য উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া অধ্যাপকদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।