ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাঁচটি গার্হস্থ্য অর্থনীতি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী রোববার (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ছাত্রীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। মোট চারটি বিষয়েরর পরীক্ষা দিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি হতে হবে।
এ পাঁচটি গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবির জীববিজ্ঞান অনুষদ।
যে পাঁচটি কলেজে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ছাত্রী ভর্তি করা হবে সেগুলো হলো, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনামিক্স, ময়মনসিংহ গার্হস্থ অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স ও বরিশাল হোম ইকনমিক্স কলেজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের কাছ থেকে ২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। একজন প্রার্থীকে মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি, আইসিটি এ তিনটি বিষয়ের পরীক্ষা দেয়া আবশ্যিক। রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, খাদ্য ও পুষ্টি, সাধারণ জ্ঞান বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ের পরীক্ষা দিয়ে চারটি বিষয় পূর্ণ করতে হবে।
এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (http://collegeadmission.eis.du.ac.bd) এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।