ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগ সংস্কারের দাবিতে ৫ দফা দাবি ও এক অদ্ভুত কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
কর্মসূচি হিসেবে বিভাগের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও অধ্যাপক সুমন দাসের ছবির উপর জুতা নিক্ষেপ করে তারা। নির্দিষ্ট দুরত্ব থেকে পরপর তিনবার লক্ষভেদ করতে পারলে পুরস্কারস্বরূপ একটি মোজো দিচ্ছেন তারা।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাবির ব্যাবসায় শিক্ষা অনুষদে ম্যানেজমেন্ট বিভাগের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
৫ দফা দাবির ১ম দফায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেনকে চাকরি থেকে বহিষ্কারের কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ তিনি নারী শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইনে বাজে মন্তব্য, কম নাম্বার দেওয়ার ভয় সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে তার অবস্থান ছিল।
২য় দফায় রয়েছে অধ্যাপক সুমন দাসকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। নারী শিক্ষার্থীদের হয়রানি, নম্বরে স্বজনপ্রীতি ও ভয়ভীতির অভিযোগ করে শিক্ষার্থীরা। ৩য় দফায় অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরীকে ২৪ ব্যাচ থেকে ৩০ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের কোনোরকম একাডেমিক কার্যক্রমের দায়িত্ব প্রদান না করা। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের জঙ্গি টেগ ও স্বৈরাচারের পক্ষে অবস্থানের অভিযোগ করে শিক্ষার্থীরা। ৪র্থ দফায় রয়েছে অধ্যাপক শবনম জাহান কে ২৪ ব্যাচ থেকে ৩০ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের কোনো একাডেমিক কার্যক্রমের দায়িত্বপ্রদান না করা। শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বৈরাচার হাসিনার সরকারের দোসর। ৫ম দফায় দেওয়া, বিভাগে এমন শিক্ষার্থী রয়েছে যারা গ্রুপে আলোচিত বিষয় অভিযুক্ত শিক্ষকদের কাছে দিয়ে ভালো নম্বর পাওয়ার আশায় সম্পর্ক তৈরি করে। তাদের চিহ্নিত করে একশন নিতে হবে।