দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সব নির্যাতনের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিচারসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ঝালকাঠির হিন্দু সমাজ।
সোমবার (১২ আগস্ট) বিকেলে দুই ঘণ্টাব্যাপী ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালিত হয়।
শুরুতে বৃষ্টি না থাকলেও সাড়ে তিনটায় ঝুম বৃষ্টি নামে। আর বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক হিন্দু নারী-পুরুষ নির্যাতনবিরোধী বিক্ষুব্ধ শ্লোগানে ফেটে পড়েন। বৃষ্টিতে ভিজে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে গীতা পাঠ শেষে ৮ দফা দাবি তুলে ধরে সনাতন সমাজ।
সারা দেশেও সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সব নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।