চিকিৎসা শিক্ষার শুরু থেকে মানবদেহে সরাসরি ব্যবহারিক ক্লাস করার সুযোগ না থাকায় কৃত্রিম মানবদেহ ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়ান উন্নত দেশের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। সব সময় রোগীদের ওপর করা সম্ভব হয় না বলে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকশন টেবিল ব্যবহার করে ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা হয়। যাকে সিমুলেশন বলা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের অধীনে ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের আটটি মেডিক্যাল কলেজে ৫৫ কোটি টাকা ব্যয়ে সিমুলেশন ল্যাব স্থাপন করা হয়েছে। অর্থায়ন করেছে একই অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান ‘চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন’। গতকাল শনিবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজে এই ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ভার্চুয়ালি দেশের অপর সাতটি মেডিক্যাল কলেজেও এই ল্যাবের উদ্বোধন করেন তিনি।
অপর সাত মেডিক্যাল কলেজ হলোÑ ঢাকা মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ফরিদপুর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী, কুমিল্লা ও রাজশাহী মেডিক্যাল কলেজ।
মেডিক্যাল কলেজটির মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিব আহমেদ বলেন, ভারতসহ উন্নত দেশগুলোতে কৃত্রিম এই দেহের মাধ্যমে শুরু থেকে শিক্ষার্থীদের শেখানো হয়। ফলে তারা দ্রুত সবকিছু জানতে পারে। আমাদের দেশে এই পদ্ধতি না থাকায় ডিসেকসনের খুব একটা সুযোগ পান না শিক্ষার্থীরা। নিঃসন্দেহে এই প্রযুক্তির ফলে দেশের চিকিৎসা শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আসবে।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন দেশের ৮টি মেডিক্যাল কলেজে এই ল্যাব চালু হচ্ছে, শিগগিরই আরও সাতটি মেডিক্যাল কলেজে এবং একটি ডেন্টাল কলেজে সিমুলেশন ল্যাব চালু হবে। এতে করে বিশ^মানের শিক্ষা পাবে শিক্ষার্থীরা। এ ছাড়া ই-লাইব্রেরি থাকছে। এতে করে শিক্ষার্থীরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পাবে।শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।