ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আয়োজিত ‘৮ম ডিআরএমসি ন্যাশনাল ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ফেস্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এসএম ইমরান হোসাইন।
তিনদিনব্যাপী এ ফেস্টে সিনেমাটোগ্রাফি, ফটো-পাজল, ফটো-হান্টস, গেজ দ্যা পোকম্যান, ফটো অলিম্পিয়াড, কুইজ-গেইম অব থ্রোনস, কুইজ-কে ড্রামা, কুইজ-হ্যারি পটার, কুইজ-অ্যানিমেসহ ২০টি ইভেন্টে দেশের অর্ধ-শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবসগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা।
শিক্ষার্থীদের ফটোগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণ দক্ষতার সঙ্গে নেতৃত্বের গুণাবলী, প্রজ্ঞার বিকাশ এবং ফটোগ্রাফির জগতে নিখুঁত দৃষ্টিভঙ্গি তৈরি করা এ আয়োজনে উদ্দেশ। ২৬ অক্টোবর এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান হবে।