কারও কারও কাছে বয়স একটা সংখ্যা মাত্র। তাই বয়সের গণ্ডিতে তারা জীবনের চাওয়া-পাওয়া আটকে রাখেন না। আর চন্দ্রজয়ী ব্যক্তির বেলায় তো বয়স কোনো বিষয়ই নয়। বয়সের আলাপ বাদ দিয়ে তাই ৯৩ বছর বয়সে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন। তার চতুর্থ বিয়ে এটি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অলড্রিন তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘আমার ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকা আনকা ফাউরের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হলাম। ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল লস অ্যাঞ্জেলসে। আমরা যেন পালিয়ে বিয়ে করা তরুণ-তরুণীর মতো উত্তেজনা অনুভব করছি।’
৬৩ বছর বয়সী আনকা ২০১৯ সাল থেকে বাজের মালিকানাধীন প্রতিষ্ঠান বাজ অলড্রিন ভেনচারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
১৯৫৪ সালে প্রথম বিয়ে করেন বাজ অলড্রিন। জোয়ান আরচারের সঙ্গে সেই সংসার টেকে ২০ বছর। সেই সংসারে জেমস, জেনিস ও এন্ড্রু নামে তাদের তিন সন্তানের কথা জানা যায়। পরে দ্বিতীয় বিয়ে করেন ১৯৭৫ সালে এবং সেই বিয়ে টিকেছিল ৩ বছর। ১৯৮৮ সালে তৃতীয়বারের মতো লয়েস ড্রিগসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অলড্রিন। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
১৯৬৯ সালের ২০ জুলাই নিল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কমান্ডার ছিলেন নিল। বাজ অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নিল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে অবসর নেন বাজ। এরপর ক্যালিফোর্নিয়া এরোস্পেস রিসার্চ পাইলট স্কুলে কমান্ড্যান্ট হিসেবে যোগ দেন তিনি।