সূত্রাপুরে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার শিফাকে খুনের মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রেমিক সৈকত সরকার।
গতকাল রোববার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক ফিরোজ আলী। এরপর সৈকত স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোচিং শেষে প্রেমিক সৈকতের বাসায় যান আফসানা। সৈকত ও আফসানা দুজন ভিন্ন ধর্মের ছিলেন। ধর্মান্তরিত হওয়ার জন্য তারা একে অপরকে জোর করেন। এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ বাধে। বাগবিতণ্ডা থেকে হাতাহাতি এবং একপর্যায়ে আফসানাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন সৈকত।
এ ঘটনার পর পুলিশকে খবর দেন সৈকতের মা। পরে পুলিশ এসে সৈকতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল রোববার সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন নিহত আফসানার বাবা ফজলুর রহমান।