দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে ‘আয়রনক্ল্যাড’ দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। আর এ সহযোগিতার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসারায়েলি রাষ্ট্রদূত মাইকেল হারজগ বলেন, ‘ইসরায়েলের এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্র তার অটল সমর্থন ও নিরাপত্তা অঙ্গীকার রক্ষা করেছে। এ জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’
মাইকেল হারজগ আরও বলেন, ‘ইরান শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ‘‘ইউএভি’’ অন্তর্ভুক্ত ছিল। গত কয়েক দশক ধরে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে সহিংসতা বাড়ানোর জন্যও ইরান দায়ী।’
আত্মরক্ষার জন্য যা যা করা দরকার, তার সবই ইসরায়েল করবে বলেও জানান মাইকেল হারজগ।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ইরানি জেনারেল নিহত হয়। ওই ঘটনার জেরে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। এরপর আজ রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল পারস্য অঞ্চলের এ দেশটি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
এদিকে আজ রোববার এক বিবৃতিতে চীন সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তারা উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছে।