দৈনিক শিক্ষাডটকম, যশোর : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম কলেজ) শাখা ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আনোয়ার হোসেন (২৪) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আনোয়ার বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম ও এনামুল ইসলাম আমাকে ডেকে নেন এবং ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা আমার একটি ছবি দেখিয়ে ওরা বলে, তুই ছাত্রদল করিস। এই বলে আমাকে ছাত্র কমন রুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে ৮-১০ জন বেধড়ক মারধর শুরু করে। বাথরুমে নিয়েও মারে। পরে স্যাররা এলে দক্ষিণ গেটে নিয়ে গিয়ে আবার মারধর করে বলে, আর যদি তুই ছাত্রদলের প্রোগ্রামে যাস, তোরে মেরে ফেলব, গুলি করে মারব।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস জানান, কলেজে বর্তমানে ছাত্রলীগের কমিটি নেই। ছাত্রদলের কোনো কর্মীকে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী মারধর করেননি। অভিযোগ মিথ্যা।
কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, ‘মারামারির কোনো ঘটনা ঘটেনি। কমন রুমে শিক্ষার্থীদের জটলার খবর শুনে কয়েকজন স্যারকে পাঠিয়েছিলাম। কিন্তু স্যাররা তেমন কোনো ঘটনা দেখতে পাননি। তারপরও যদি ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’