জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেছেন, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে দেশের সকল স্তরের জনগণ বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকলের সমবেত এবং শক্তিশালী প্রচেষ্টাই পারে পরিবেশকে অক্ষুন্ন এবং সমৃদ্ধ রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে।
বিশ্ব পরিবেশ দিবস পালনে রোববার ভূগোল ও পরিবেশ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, হারানো প্রকৃতি ও পরিবেশকে পুনরুদ্ধারের মাধ্যমেই আমরা এ ধরত্রীকে টিকিয়ে রাখতে সক্ষম হবো। এ বছরের থিম অনুসারে প্লাস্টিক দূষণ রোধে আমাদের একই এগিয়ে না আসলে বিশ্ব এক ভয়াবহ অবস্থানে পতিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হাসান ও মূল প্রবন্ধের ওপর আলোকপাত করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ইকবাল হাবিব।