কোটা আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচি ‘বাংলা ব্লকেডে’ অংশ নিতে দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল-বিভাগ থেকে দলে দলে শিক্ষার্থীদের ব্যানার নিয়ে মিছিলে যোগ দিতে দেখা যায়।
এর আগে গতকাল বিকেলে কোটা আন্দোলনকারীদের শাহবাগ অবরোধের পর দেশের সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
গতকাল অবরোধ তুলে নেয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে (৯ম-১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও ২০১৮ খ্রিষ্টাব্দে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।