সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা। সরকার তা করতে দেরি করেছে। এরপরও ঠিক আছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তৃপ্তির ঢেকুর তুলব। সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার (১ আগস্ট) জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
এই বীর মুক্তিযোদ্ধা বলেন, জামায়াত রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলে সামগ্রিকভাবে আমাদের লাভ কী? তাদের অর্থনীতি, শিক্ষা-ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিতরূপে সাংস্কৃতিক যে আভিজাত্য ঢুকিয়ে দিয়েছে, সেগুলোর কী হবে? আমরা কি এসব থেকে মুক্তি পাব? খুব যে কাজ হবে তা তো না! আমার মনে হয় অনেক বিলম্ব হয়েছে। এরপরও এ সিদ্ধান্ত ঠিক আছে।