‘রঙ্গে ভরা বঙ্গ’র ১৩তম মাঘপুণ্যি উৎসব ও লোক সম্মাননা ১৪৩০’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ অনুষ্ঠান হয়।
গত এক যুগ ধরে ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজন করছে লোক মেলা-পার্বণ। বাংলাদেশের মেলা পার্বণ বাঁচিয়ে রাখতে আমাদের এই প্রচেষ্টা। এ আয়োজনে সভাপতিত্ব করেন ‘রঙ্গে ভরা বঙ্গ’র সভাপতি অধ্যাপক হায়াৎ মামুদ।
প্রতিবছরের মতো এবারও চন্দ্রাবতী পালা প্রকাশের শতবর্ষ পূর্তি উপলক্ষে সায়িক সিদ্দিকী পরিবেশন করেন জয়তুন বিবির পালা। উপস্থাপিত হয় কুমিল্লার বিজয়পুরের বনমালী পালের বাঁশ মাদুরের চিত্রশিল্প এবং পরিবেশন করা হয় খেজুরের গুড়ের পিঠা, গুড়, মুড়ি, মুড়কি, খৈ ও মোয়া।