বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৯৮৬-৮৭ সেশনের শিক্ষার্থীদের সংগঠন ফোরাম ৮৬-এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাত জনকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ড. তাহসিনা সনম, ড. সামীম রেজা, ড. আদনান হাসান, ড. শাহিনুর ইসলাম, ড. আব্দুল বাসিত, ড. সাখাওয়াত ফিরোজ ও ড. সোহেল রহমান।
প্রতিটি পুরস্কারের মূল্যমান ১ লাখ টাকা। গত বুধবার বুয়েটের কাউন্সিল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের ভিসি প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড গবেষকদের উত্সাহিত করবে। তিনি আশা করেন, বুয়েটের অন্যান্য ব্যাচের অ্যালামনাইরাও এ ধরনের গবেষণা উত্সাহীকরণ বৃত্তি প্রদানে এগিয়ে আসবে।
ফোরাম ৮৬-এর সভাপতি ও আইইউটির ভিসি প্রফেসর ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুল জব্বার খান এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।