দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির বইয়ে ‘শরীফার গল্প’ শিরোনামের লেখাটি নিয়ে ‘অহেতুক’ বিতর্কের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গল্পটি নিয়ে যে বিতর্ক তৈরির চেষ্টা করছেন তা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে সংগঠনটি।
বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমে পাঠানো বিবৃতিতে নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইটি নিয়ে বিতর্কের প্রতিবাদ জানান উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
তারা আরো জানান, গল্পটিতে সমাজের অন্যতম একটি জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের প্রতি সমাজের বাকিরা কী ধরনের বৈষম্যমূলক আচরণ করে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনা করা হয়েছে। গল্পটিতে পরিবর্তন আনা হলে তা পক্ষান্তরে মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তিকেই প্রশ্রয় দেয়ার সামিল হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।