বেসরকারি শিক্ষকদের অবজ্ঞা বা অবহেলা না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনিকে উদ্দেশ্য করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দুর্বল ভেবে ভুল করেছিলেন। শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ। শিক্ষক নেতারা আরো বলেছেন, বেসরকারি শিক্ষকরা গত ১৪ বছরে যা কিছু পেয়েছেন তা সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায়।
ফেডারেশনের সমন্বয়কারী অধ্যাপক মো. আসাদুল হক আজ ২৯ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
শিক্ষার সার্বিক উন্নয়নের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদেরও সরকারিদের মতো পেনশন সুবিধা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও বাড়ী ভাড়াসহ মোট ১২ দফা দাবি তুলে ধরেছেন তিনি। শিক্ষামন্ত্রী দীপু মনিকে অবিলম্বে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। দাবি আদায়ে তারা আগামীকাল ৩০ মে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন।
আসাদুল হকের মতে, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১০টি শিক্ষক ও কর্মচারী সংগঠনের মোর্চা। তারা সবাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের।