পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী বলেছেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের স্মার্ট করতে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সদরের সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, উপজেলা শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান, মরিয়ম বেগম, মো. জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. কে এম আবদুর রাজ্জাক, সমিতির জেলা সভাপতি মো. কাজী মনিরুজ্জামান, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি উত্তম গোলদারসহ বিভিন্ন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও অভিভাবকরা।