সরকারি কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। শনিবার থেকে এ ভর্তি শুরু হচ্ছে।
যেসব শিক্ষার্থী ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের আবেদন করে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চায়ন করেনি বা যেকোনো পর্যায়ের নিশ্চায়ন করেও প্রতিষ্ঠানে ভর্তি হয়নি বা ভর্তির সুযোগ না পেয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে সেসব শিক্ষার্থী আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন। শুধু মেরিন ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর হতে হবে এবং প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস থাকতে হবে।
জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান দৈনিক শিক্ষাডটকমকে জানান, চার ধাপে শিক্ষার্থী ভর্তির পরও সরকারি কারিগরি প্রতিষ্ঠানে কিছু আসন ফাঁকা রয়ে গেছে। তাই ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিতে ভর্তি সুযোগ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
জানা গেছে, এরআগে ১৪ ফেব্রুয়ারি পদ্ধতি শুরু হলেও বুয়েটের সার্ভারে কারিগরি জটিলতায় তা শেষ করা যায়নি। মাঝপথেই তা বন্ধ হয়ে যায়। তাই ফের শনিবার থেকে শিক্ষার্থীদের আগে আসলে আগে পাবেন পদ্ধতিতে ভর্তির সুযোগ দেয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে আসলে আগে পাবেন পদ্ধতি ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে (http://btebadmission.gov.bd/website/) অনলাইনে চয়েস সিলেকশন করতে হবে। প্রথম পর্যায়ে এসএসসি বা সমমানে জিপিএ-৫ থেকে জিপিএ-৪ দশমিক ৫ হাওয়া শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত চয়েস সিলেকশনের সুযোগ পাবেন। ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার পর্যন্ত শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়নের সুযোগ পাবেন। দ্বিতীয় পর্যায়ে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চয়েস সিলেকশনের সুযোগ পাবেন এসএসসি ও সমমানে জিপিএ-৫ থেকে আবেদনের নূন্যতম যোগ্যতা পর্যন্ত ফল করা শিক্ষার্থীরা। তাদের নিশ্চায়ন হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা পর্যন্ত। এ দুই পর্যায়ে ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি মূল নম্বরপত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টস ও ফি জমা দিয়ে ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি হতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা ২৮ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
এর পর তৃতীয় পর্যায়ে একই পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে। জিপিএ-৫ থেকে ভর্তির নূন্যতম যোগ্যতা থাকা শিক্ষার্থীরা ১ মার্চ সকাল দশটা থেকে ২ মার্চ বিকেল ৫টা পর্যন্ত চয়েস সিলেকশনের সুযোগ পাবেন। তাদের ১ মার্চ সকাল থেকে ২ মার্চ সন্ধ্যা সাতটা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ পাবেন। তৃতীয় ধাপে শিক্ষার্থীদের ভর্তি চলবে ৬ ও ৭ মার্চ। তৃতীয় ধাপে ভর্তি নিশ্চায়ন করেও অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য ৯ মার্চ বিকেল পাঁচটার মধ্যে বোর্ডে পাঠাতে হবে।
যেভাবে আবেদন :
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপ আবেদন করেত ওয়েবসাইটে প্রবেশ করে (www.btebadmission.gov.bd) ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বাটনে ক্লিক করে এসএসসি রোল, বোর্ড, পাসের সন ও সিকিউরিটি কোড দিয়ে ইন্টারফেসে প্রবেশ করলে শিক্ষার্থীর আবেদন করা কারিকুলাম প্রদর্শিত হবে। কারিকুলাম নির্বাচন করলে প্রতিষ্ঠানভিত্তিক টেকনোলজির খালি আসন প্রদর্শিত হবে। প্রদর্শিত তালিকা থেকে পছন্দ অনুযায়ী যেকোন একটি প্রতিষ্ঠান, টেকনোলজি ও শিফট নির্বাচন করতে হবে। নির্বাচনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর জন্য আসনটি বরাদ্দ রাখা হবে। শিক্ষার্থীর ইন্টারফেসের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলে ফল দেখা যাবে।
বরাদ্দকৃত আসনটি নিশ্চায়ন করার জন্য শিক্ষাক্রমভিত্তিক প্রয়োজনীয় ফি (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের জন্য ৩৮৫ টাকা এবং অন্যান্য শিক্ষাক্রমের জন্য ২৩৮ টাকা) মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করে প্রোগ্রাম কোড ব্যবহার করে পেমেন্ট গেটওয়ে মাধ্যমে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীর ইন্টারফেসের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলে বা ওয়েবসাইটের ‘রেজিস্ট্রেশন স্ট্যাটাস’ ফিল্ডে প্রয়োজনীয় তথ্য দিলে নিশ্চায়নের অবস্থা দেখা যাবে।
ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত তারিখে ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তির সময় এসএসসি মূল নম্বরপত্র, তিন কপি ছবি, প্রশংসাপত্রের ফটোকপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীর নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে। একটি নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রতিষ্ঠানে দাখিল করতে হবে।
সরকারি কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তির বিস্তারিত তথ্য দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।